মহান ২১শে ফেব্রুয়ারি
বাংলা আমার মাতৃভাষা
বাংলাই কথা কই
যে কথায় আজ উচ্চ স্বর্রে
প্রথম কথা তোমার মুখে
শিখে ছিলাম মা
সেই কথাটা কখনোই মা
ভূল হবে না
মাগো উড়া কারা যেন
কাইরা নিতে চাই
তোমার মুখের শিখনো কথা
বলতে দিবে না তাই
তুমি প্রথম তুমিই শেষ
তোমার মাঝে রবো
কেউ এসে বাধাঁ দিলে
নিশ্চুপ কেন হবো
আমরা বাঙ্গালি আমাদের আছে
রক্তমাখা ইতিহাস
কেউ এসে বাধাঁ দিলে
করে দিব নাশ
রফিক, জব্বার, নাম না জানা
যারা দিল রক্ত
জাতি তাদের স্মরণ রাখবে
হয়ে অশ্রুসিক্ত
0 comments:
Post a Comment